নিজস্ব প্রতিবেদক: নিরবে-নিভৃতে করোনাভাইরাস অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। প্রতিদিনই খালি হচ্ছে কোনো না কোনো ঘর। এই করোনা এবার একই পরিবারের তিনজনকে কেড়ে নিলো। মা ও বাবার মৃত্যুর পর এবার ছেলেরও মৃত্যু হলো এই ভাইরাসে।
১৮ জুলাই নিজের মা এবং ২৪ জুলাই ইউনাইটেডে চিকিৎসধীন অবস্থায় বাবাকে হারান শুভ মোহসিন। কিন্তু মা-বাবার পথ ধরে তিনি নিজেই চলে গেলেন পরপারে।
শুক্রবার (৭ আগস্ট) ভোর ৫.২০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শুভ মোহসিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
জুলাইয়ের ১০ তারিখ থেকে ইউনাইটেড হাসপাতালে শুভ মোহসিন নিউমোনিয়াসহ নানা সমস্যার চিকিৎসা নিয়ে আসছিলেন। প্রথমে তার করোনা ধরা পড়েনি। চিকিৎসাকালীন সময়েই তার করোনা পজেটিভ আসে।
শুভ মোহসিনের জন্ম ১৯৬৯ সালের ১১ ডিসেম্বর। তিনি জনতা ব্যাংকের এডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
মা বাবাকে করোনা কেড়ে নেয়ার পর এবার নিজেই চলে গেলেন। আমাদের এই মহামারিকালে এ রকম অসংখ্য ঘটনা ঘটে চলেছে। তার সামান্যই আমরা জানতে পারি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy