নিহতের পরিবার ও গ্রামবাসী সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে সুলতান আহমেদের সাথে প্রায় ২০ বছর আগে লতা পারভীনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে পারিবারিক বিরোধের জন্য মায়ের সাথে যোগাযোগ ও সম্পর্ক না রাখার জন্য এবং মায়ের বাড়িতে যেতে না দেয়ার কারনে মাঝে মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে ছোটখাটো ঝগড়া বিবাদ চলছিল।
The Daily surjodoy
এর এক পর্যায়ে গত ৭ এ জুন সোমবার রাত ৮ টায় স্বামী সুলতান আহমেদ তার স্ত্রী লতা পারভীনকে মায়ের বাড়িতে বেড়াতে যাওয়ার কারনে মারধর করে। এতে স্বামীর উপর অভিমান করে রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে লেপটিক (ক্লোনাজিপাম) ট্যাবলেট খেয়ে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থার অবনতি হলে নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে রাত পৌনে ২ টায় চিকিৎসক লতাকে মৃত ঘোষনা করেন।
The Daily surjodoy
রাতেই লাশটি বাড়িতে আনা হলে একই গ্রামে পাশাপাশি তাদের বাড়ি হওয়াই মেয়ের আত্মহত্যা করে মৃত্যুর খবর পেয়ে মা হাছনা বানু মেয়ে লতার লাশটি দেখে সেখান থেকে দৌঁড়ে গিয়ে রাত সাড়ে ৩ টায় নিজ শয়ন ঘড়ের বাঁশের তীরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। এমন ঘটনা ঘটলে পুলিশকে না জানিয়ে পারিবারিক ভাবে রাতেই লাশ দুটি দাফনের করার চেষ্টা কালে গ্রামবাসীর বাঁধার মুখে পড়ে লাশ দুটি দাফন করতে পারেনি পরিবার। গ্রাম থেকেই মা-মেয়ের আত্মহত্যার বিষয়টি পুলিশকে জানালে।