রিয়াজুল হক সাগর, রংপুর :
মিঠাপুকুরে হাতকড়াসহ উধাও মাদক ব্যবসায়ি এবং হাতকড়া ফেরৎ দিতে এসে ছোট ভাই গ্রেফতার হওয়াকে কেন্দ্র করে গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে ২০টি পরিবার।
গত বুধবার বৈরাতিহাট পুলিশ তদন্ত কেন্দ্রের হাতকড়াসহ সুভাষ চন্দ্র দাস নামে একজন মাদক ব্যবসায়ি পালিয়ে যাওয়ায় নারী-শিশুদের রাত কাটছে পুলিশের গ্রেফতার আতঙ্কে ।
রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৬ নং মির্জাপুর ইউনিয়নের দাশপাড়া গ্রামের সুভাষ চন্দ্র দাসের স্ত্রী জয়ন্তী রানীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
শুধু তার পরিবার নয়, গ্রেফতার আতঙ্কে ২০ টি পরিবারের পুরুষ ঘরে না থাকায় মানবেতর জীবনযাপন করছেন তারা।
অন্জনা ডালি বলেন,আমার বাড়িতে প্রতিদিন ১০-১৫ জন পুলিশ ব আসায় আতঙ্কে দিন কাটছে তার । এমনকি ছোট বচ্চাদেরও ধাওয়া করছে পুলিশ। শ্রীমতি রেখা রানী বলেন, আমার বাবা নির অপরাধ লোক তাকে কেনো গ্রেফতার করলো আমি আমার বাবার নিঃশর্ত মুক্তি চাই। বীনা রানী বলেন, ১২ জন পুলিশ এসে ডেকে বলে আসামী বের করে না দিলে পরিনাম খারাপ হবে। এ ব্যাপারে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজিব হোসেন বলেন, পলাতক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy