প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ১২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২১, ২:৫৩ পি.এম
মিথ্যা অভিযোগ ও সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন
সেলিম সম্রাট লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাইদুল ইসলাম নামে এক ব্যক্তিকে নিয়ে মিথ্যা, মনগড়া, বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ নভেম্বর) দুপুরে ওই উপজেলার দইখাওয়া বাজার সড়কে সচেতন এলাকাবাসীর ব্যানারের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে গোতামারী ইউনিয়নের শত শত সাধারণ মানুষ অংশ নেয়।
গোতামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে ও গোলাম সরওয়ার মানিকের সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ওই ইউনিয়নের সাবেক আনসার ভিডিপি কমান্ডার আব্দুল ওহাব জাদু মিয়া, গোতামারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ইউপি সদস্য আমিনুর রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন, মাইদুলের নামে বিভিন্ন পত্রিকায় যে অপপ্রচার করা হচ্ছে, তার সাথে মাইদুল কোনো ভাবেই জড়িত নয়। আমরা এই মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এই ঘটনার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জোর দাবি জানান তারা।
প্রসঙ্গত, ওই ইউনিয়নের ভুটিয়ামঙ্গল এলাকার বক্তার আলীর ছেলে মাইদুলের নামে বিভিন্ন পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়।
ছবিঃ মিথ্যা অভিযোগ ও সংবাদ প্রকাশের প্রতিবাদে সচেতন এলাকাবাসীর মানববন্ধন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy