রংপুর জেলা প্রতিনিধি:
রংপুরে ধর্ষণের মিথ্যা মামলা করায় দুই নারীকে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-৩ জেল হাজতে প্রেরণ করেছেন। রোববার (১৭ জানুয়ারি) বিকেলে আদালতে তারা জামিনের আবেদন করলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-৩ এর বিচারক মোস্তফা পাভেল রায়হান জামিন নামঞ্জুর করে মিতু আক্তার ও নুরুন্নাহার বেগম নামে দুই নারীকে জেল হাজতে প্রেরণ করেন।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার সয়ার ডারার পাড় গ্রামের কাজী সায়েদ আলীর পুত্র কাজী মিজানুর রহমান বাদী হয়ে গত ২০১৮ সালের ৪ জুন তার মেয়ে মিতু আক্তারকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের খলিল উদ্দিন এর ছেলে মামুনুর রশিদ মামুনসহ তিন জনকে আসামী করে তারাগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। উক্ত মামুনের বিরুদ্ধে ধর্ষণের ঘটনার সত্যতা না পাওয়ায় এবং ডিএনএ রিপের্টে মিতু আক্তারের গর্ভে মামুনুর রশিদ ওরফে মামুন কর্তৃক ধর্ষণের কোন আলামত না পাওয়ায় তারাগঞ্জ থানার ওসি মামুনুর রশিদ সকল আসামীকে মামলা থেকে অব্যহতি প্রদান করেন এবং ২০০৩ এর ১৭ ধারা মোতাবেক বাদীর বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার জন্য আদালতের কাছে সুপারিশ করেন। ফলে মামুনুর রশিদ ওরফে মামুন উক্ত মামলা থেকে অব্যহতি পাওয়ার পর মিথ্যা মামলা করায় মিজানুর রহমান, মিতু আক্তার ও মোছা: নুরুন্নাহার বেগমকে আসামী করে নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-৩ এ একটি মামলা করেন। উক্ত মামলায় আসামী মিজানুর রহমান দীর্ঘ হাজতবাস করার পর জমিন পেলেও আসামী মিতু আক্তার ও মোছা: নুরুন্নাহার বেগম রোববার আদালতে জামিনের আবেদন করলে আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy