প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৬:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২১, ৮:৪৬ পি.এম
মিথ্যা মামলায় সাংবাদিক গিয়াস গ্রেফতার বিভিন্ন মহলে নিন্দা ঝড়

এম এ রহিম( কক্সবাজার)পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় একটি প্রতারণা মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন পেকুয়ার কর্মরত সাংবাদিক মুহাম্মদ গিয়াস উদ্দিন (৩৫)। তিনি উপজেলার মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা গ্রামের নুরুল আলমের ছেলে। মঙ্গলবার (৯ফেব্রুয়ারী) দুপুর আড়াইটার দিকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে উপপরিদর্শক মিন্নত আলীর নেতৃত্বে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গিয়াস উদ্দিন জাতীয় দৈনিক দেশ রুপান্তর ও কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক ইনানী পত্রিকার পেকুয়া প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার বলেন, একটি প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জাকের উল্লাহ বাদি হয়ে চট্টগ্রামের চাদগাঁও থানায় ৪০৬/ ৪২০ ধারায় একটি মামলা রুজু করেন। যার জিআর মামলা নং-৪৪/২১। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।
এ ব্যাপারে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ কর্মরত সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে প্রতিবাদ ও ক্ষোভের সৃষ্টি পরিলক্ষিত হয় এবং তারা অনতিবিলম্বেে সাংবাদিক গিয়াসের নিঃশর্তে মুক্তি দাবী করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy