ডেস্ক: দ্বিতীয় দফায় করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে ক্রিকেটারদের। তবে স্কিল ক্যাম্পের প্রথম দিনে মাঠে দেখা গেল মাত্র ১৬ জনকে। জানা গেল, পরীক্ষার জন্য নমুনা দেওয়ার পর দু-একজন ক্রিকেটারের মধ্যে সামান্য উপসর্গ দেখা গেছে। তাই ১০ ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হয়েছে মিরপুরের একাডেমি ভবনে। শ্রীলঙ্কা সফর নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও রোববার থেকে শুরু হয়ে গেল বাংলাদেশ দলের প্রস্তুতি। স্কিল ক্যাম্পের জন্য শনিবার ঘোষণা করা হয়েছে ২৭ জনের দল। আগেই করোনাভাইরাসে আক্রান্ত সাইফ হাসানের ক্যাম্পের শুরুর দিনে এমনিতেই থাকার কথা ছিল না। বাকি ১৬ জনকে নিয়ে জৈব-সুরক্ষা বলয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হলো আনুষ্ঠানিক প্রস্তুতি পর্ব। প্রথম দিনের অনুশীলনে ছিলেন না মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন চৌধুরি, সৈয়দ খালেদ আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, হাসান মাহমুদ ও সাইফ উদ্দিন। এদের মধ্যে মিঠুন আগেও এক দফায় এক সপ্তাহ কোয়ারেন্টিনে ছিলেন ঢাকার একটি হোটেলে। আইসোলেশনে থাকা ক্রিকেটারদের বেশির ভাগই গত কয়েকদিনে ঢাকার বাইরে থেকে ক্যাম্পের জন্য ফিরেছেন ঢাকায়। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরি জানালেন, সতর্কতা হিসেবেই নির্দেশিকা মেনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। “জৈব-সুরক্ষা বলয়ের নির্দেশিকাতেই আছে, কারও সামান্যতম উপসর্গ দেখা দিলেই তাকে ও তার সংস্পর্শে আসা সবাইকে আলাদা করে ফেলতে হবে। এ ক্ষেত্রে সেটিই করা হয়েছে। দু-একজনের সামান্য উপসর্গ আছে, তাই বাকি সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। কারও বড় কোনো সমস্যা নেই, সবাই ভালো আছে। নির্দেশিকা মেনে সতর্কতা হিসেবেই এই পদক্ষেপ।” “সামনের কয়েক দিনে এরকম আরও দেখতে পারেন হয়তো। কারণ, সময়টিই এরকম। আগে হয়তো ¯্রফে সর্দি-কাশি হলে তার অনুশীলন না করার কারণ ছিল না। কিন্তু এখন সামান্য এটুকু হলেও সতর্কতা হিসেবে তাকে ও সংস্পর্শে আসা অন্যান্যের আলাদা রাখতে হবে।” আগের সূচি অনুযায়ী ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ সবার করোনাভাইরাস পরীক্ষা হওয়ার কথা ছিল সোমবার। তবে দেবাশিস চৌধুরি জানালেন, এই পরীক্ষা হবে মঙ্গলবার। সেটিতে নেগেটিভ না আসা পর্যন্ত এই ১০ জনকে আইসোলেশনেই থাকতে হবে। গত ৮ সেপ্টেম্বর করোনাভাইরাসে আক্রান্ত সাইফ হাসানের ফল নেগেটিভ এসেছে সবশেষ পরীক্ষায়। আরেক দফা নেগেটিভ হওয়ার পর তিনি অনুমতি পাবেন অনুশীলনে যোগ দেওয়ার।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy