হাজী মোক্তার হোসেন নিজস্ব প্রতিবেদক| বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ | প্রিন্ট
মিরপুরে খালে পড়ে ব্যক্তি নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস
রাজধানীর মিরপুরের কালশী এলাকার ২২তলা গার্মেন্টস সংলগ্ন সুয়ারেজের খালে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
তিনি জানান, ঘটনাস্থলে ফায়ারের ২টি ইউনিট ও ডুবুরিরা আছেন। তারা আশপাশের লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে উদ্ধারে কাজ করছেন।
এদিকে সর্বশেষ বেলা সাড়ে ১১টা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy