নিজস্ব প্রতিবেদক: পল্লবী থানায় বোমা বিস্ফোরণের দশ দিনের মাথায় পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনারসহ ছয় কর্মকর্তাকে বদলি করেছে ঢাকা মহানগর পুলিশ। আজ শনিবার ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম এক আদেশে তাদের বদলির নির্দেশ দেন।
আদেশ অনুযায়ী- ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক আহমদকে উপপুলিশ কমিশনার (প্রটেকশন), পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. মিজানুর রহমানকে অতিরিক্ত উপকমিশনার (অপারেশনস), সহকারী কমিশনার মো. ফিরোজ কাউছারকে ডিএমপির ওয়েলফেয়ার এন্ড স্পোর্টস, পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামকে প্রসিকিউশন বিভাগে, পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল মাবুদকে লালাবাগ গোয়েন্দা বিভাগে এবং পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ এমরানুল ইসলামকে গোয়েন্দা ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ওই একই আদেশে ডিএমপির আরও ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে জানান তিনি। গত ২৯ জুলাই মিরপুরের পল্লবী থানার ভেতর বোমা বিস্ফোরিত হয়। এতে পুলিশের চার সদস্যসহ পাঁচজন আহত হন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy