চট্টগ্রাম মিরসরাই উপজেলা ৮নং ওর্য়াড ১৬ নং সাহেরখালী ইউনিয়ন পরিষদ বাসিন্দা প্রবাসী আবদুর রসিদ স্ত্রী নগদ অর্থ স্বর্ণ নিয়ে পরক্রিয়া জেরে এক বছরের সন্তান রেখে উধাও হওয়ার অভিযোগ উঠেছে।
৮নং ওর্য়াড নুরুল গণি পুএ প্রবাসী আবদুর রসিদ (৩৫) স্ত্রী মোছা: তাছলিমা আক্তার লিজা(২২) পিতা: হারুনুর রশিদ সাং:পূর্ব দূর্গাপুর, জোরারগঞ্জ থানাধীন বাসিন্দা , গত ৬/০৫/২০২১ইং বিকাল ৪.০০সময় বাবার বাড়ি বেঁড়ানোর কথা বলে নগদ অর্থ স্বর্ণ সহ পূএ সন্তান রেখে বাবার বাড়ি থেকে পরক্রিয়া জেরে পলাতক বলে জানান ভুক্তভোগী আবদুর রসিদ গণমাধ্যমকে। দীর্ঘদিন যাবত খুন খোঁজ খবর না পাওয়া, পরবর্তীতে জোরারগঞ্জ থানা নিঁখোজ ডায়রি হয়, ডায়রি নং, ২৪২/ ২০২১। তিন বছর পর এসে আবার কাবিনের টাকা দাবি করে বিভিন্নভাবে হয়রানি করেছেন লিজা ও তার পরিবার। শুধু তাই নয় বিভিন্ন হুমকি দুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত, দিশে হারা আমি ও আমার ছেলে।
এক সময় এক রকম কথা বলে যাচ্ছে প্রতিদিন মোবাইল ফোনে, উল্লেখ, ভুক্তভোগী আবদুর রসিদ ও তার ছেলে পরক্রিয়া জেরে উধাও বিভিন্ন হুমকি থেকে রেহাই পেতে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন।