প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১২:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২০, ১২:২২ এ.এম
মুক্তাগাছায় লাইসেন্স না থাকায় দুই ক্লিনিক মালিকের জরিমানা
নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের মুক্তাগাছায় লাইসেন্স বিহীন ক্লিনিক পরিচালনা করায় আল নূর ক্লিনিক ও সততা ক্লিনিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।এসময় মুক্তাগাছা থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ রাবেয়া এসময় উপস্থিত ছিলেন।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা বলেন, আল নূর ক্লিনিককে লাইসেন্স ব্যতিত ক্লিনিক পরিচালনা করায় ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় এ ক্লিনিকের চার্জ ফি তালিকা দেখা যায়নি।
অপরদিকে, সততা ক্লিনিককে লাইসেন্স না থাকা সহ অন্যান্য অনিয়মের অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল ঘোষনা করে মোবাইল কোর্ট।
জরিমানা পরিশোধ করে ভবিষ্যতে এরুপ হবে না মর্মে উভয় প্রতিষ্ঠানের মালিক আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন বলে জানান এসিল্যান্ড মাসুদ রানা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy