এনামুল হাসান, কেশবপুর যশোর, প্রতিনিধিঃ-
জ্ঞানসম্ভারের সংরক্ষণ, চর্চা ও বিকাশের প্রয়োজনীয়তা উপলব্ধি করে প্রাচীনকাল থেকে গ্রন্থাগারের যাত্রা শুরু হয়। তারই ধারাবাহিকতায় যশোর কেশবপুর উপজেলা হাসানপুর ইউনিয়নের বগা গ্রামে গড়ে উঠেছে মুক্তাঙ্গন গণ গ্রন্থাগার।
প্রত্যন্ত গ্রাম এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করেন মুক্তাঙ্গন গণ গ্রন্থাগারটি। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও গ্রামের সাধারণ মানুষের মাঝে বই পৌঁছে দিচ্ছেন। শিশু-কিশোরদের অনলাইনের পাশাপাশি বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে এই আয়োজন। বর্তমান সময়ে বইয়ের পাতায় চোখ কমে গেছে ছাত্র-ছাত্রীদের। পাঠাগারের মাধ্যমে সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীরা অবসর সময়ে নতুন নতুন বই পড়ার সুযোগ পাবে। এছাড়াও পাঠাগার থেকে পছন্দের বই বাড়িতে নিয়েও পড়তে পারবেন পাঠকরা। ০১ ডিসেম্বর রবিবার মুক্তাঙ্গন গণ গ্রন্থাগারের পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মুক্তাঙ্গন গণ গ্রন্থাগারের সভাপতি মোঃ ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে ও গ্রন্থাগারের সহ-সভাপতি এস এম বাবর এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মধুসূদন গবেষক ও সাগরদাঁড়ী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কবি খসরু পারভেজ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,সাগরদাঁড়ী প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলির সদস্য উপদেষ্টা মুফতি তাহেরুজ্জামান তাছু,সাগরদাঁড়ী প্রেসক্লাবের সভাপতি এনামুল হাসান নাঈম,সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল।
এ সময় আরো উপস্থিতি ছিলেন মুক্তাঙ্গন গণ গ্রন্থাগারের,সেক্রেটারি মোঃ বিল্লাল হোসেন,সহ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ সুবাস চৌধুরী,সাংগঠনিক সম্পাদক-মুনতাজুর ইসলাম, উপদেষ্টা লুৎফর রহমান,মাও: আঃ হাকিম, মাষ্টার আঃ হাকিম, পাঠক ইশরাত জাহান, শামীম হোসেন,ফারুক হোসেন,রেজাউল ইসলাম, শিল্পী তোরাব আলী,সদস্য -সবনম মুস্তারী, আঃ সামাদ গল্দার,গাইড বই সংগ্রহ, মেহরাব হোসাইন সাগর প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy