প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ১১:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২০, ১:১৫ পি.এম
মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসিকে হয়রানি তদন্তে সত্যতা পেয়েছে পুলিশ
মো: বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
অভিযোগের তদন্তে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়ায় গন পিটিশনকারি জনগন প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে পঞ্চগড় জেলা প্রশাসকের নিকট লিখিত দিয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, সদর উপজেলার অমরখানা ইউনিয়নের চকরাভিটার বাসিন্দা মো. তমিজ উদ্দীন পঞ্চগড় বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার। তিনি তার ভাতিজা আইনজীবি সহকারি মো. জাহিদুল ইসলাম ও মো. জাফরুল্লাহ র্দীঘদিন ধরে চকরাভিটা, হটরাপাড়া ,টেরাপাড়া, মহিপাড়া ,মধুপাড়া, বালিয়াডাঙ্গি, কালাজোত এলাকার বাসিন্দাদের জমজামি নিয়ে হয়রানি ও অন্যায় মূলক মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি সহ আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করে আসছে। এরই প্রেক্ষিতে ওই এলাাকার বাসিন্দা মো. জুমার উদ্দীন এলাকাবাসির পক্ষে একটি গন পিটিশন অনায়ন করেন তমিজ উদ্দীনের বিরুদ্ধে। অভিযোগের অনুলিপি পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য , পুলিশ সুপার ,জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সদর থানা সহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করেন। এরপর অভিযোগের বিষয়ে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহনে জেলা প্রশাসকের পক্ষে ডিসি অফিসের সহকারি একটি চিঠি প্রদান করেন পুলিশ সুপার পঞ্চগড়ের নিকট। যার স্বারক নং-৩৩২, তারিখ ১৪/৫/২০২০ ইং। তমিজ উদ্দীন সেরেস্তাদার পঞ্চগড় বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালতের ওই কর্মচারির বিরুদ্ধে অভিযোগে আরো বলা হয় তার ভাতিজাকে দিয়ে সেখানকার জনৈক পাভেল নামে এক ব্যক্তি সহ ১৪/১৫ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। মামলা নং জিআর-৩১/১৮। তাছাড়াও তমিজ উদ্দীন অপর ভাতিজা মো. জাফরুল্লাহ আইনজীবী সহকারিকে বাদি সাজিয়েওই এলাকার নবাব উদ্দীন সহ ৩০ জন লোকের নামেও একটি মিথ্যা মামলা দায়ের করে। মামলা নং-১৪৬/২০২০। এছাড়া তমিজ উদ্দীন এলাাকার বীরমুক্তিযোদ্ধা মো. হায়দার আলীকে তার ভোগ দলিয় জমি হতে বেদখল করে তার নিকট ৭০ হাজার টাকা গ্রহন করেন। তিনি ওই এলাাকার সাধারন মানুষের বিরুদ্ধে ১০/১৫টি মামলা দায়ের করে তাদের সর্বশান্ত করে তুলেছে। তবে অভিযুক্ত তমিজ উদ্দীন এ বিষয়ে বলেন ‘ আমার বাপ-দাদার সম্পত্তি। আমি উদ্ধার করবো না’। তারা আমার জমি দখলে রেখেছে। আমি ও জেলা প্রশাসকের নিকট অভিযোগ দিবো’। এই অবিযোগেরে প্রেক্ষিতে পুলিশ সুপার, পঞ্চগড় থানাকে তদন্ত দিলে একজন উপ-পুলিশ পরির্দশক তা তদন্ত করেন। উপ-পরিদর্শক মো. আব্দুল জলিল গত ০৮/০৬/২০২০ ইং তারিখে একটি তদন্ত প্রতিবেদন এসপির বরাবরে দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়েছে ‘ তদন্তকারি ওই উপ-পরিদর্শক সরজমিনে গোপন ও প্রকাশ্যে তা তদন্ত করলেঅভিযোগের সত্যতা পান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy