মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে ভুমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান
নাহিন পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে ভুমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ের উদ্বোধনের সাথে নওগাঁর পোরশায় নবনির্মিত ৭১টি গৃহ প্রদানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে ঢাকা নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও নাজমুল হামিদ রেজা, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম শাহ্ চৌধুরী,
ছাওড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুদ্দিন আলী আহম্মেদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে স্থানীয় উপজেলার নিতপুর ও ছাওড় ইউনিয়নের ৭১টি ভুমি ও গৃহহীন পরিবারের সদস্যদের হাতে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও নাজমুল হামিদ রেজা।
Leave a Reply