রানা,পটুয়াখালী ::
জাতির জনকদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে বাংলার ভূমিহীন কৃষক, গরীব, নদীভাংতি পরিবারের উন্নয়ন ঘটাতে না পারলে, দেশের উন্নয়ন করা সম্ভব হবে না। শুক্রবার গলাচিপা উপজেলা ভূমি অফিসের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভা এবং ডিজিটাল পদ্ধতিতে ভূমি মালিকদের দাখিলা হস্থান্তরের শুভ উদ্ধোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথিতি হিসেবে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদ (এমপি) একথা বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার, চর-বিশ্বাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল, চিকনিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন রিয়াদ, প্রেস ক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কমিটির সদস্য বৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, তহলিদারসহ সকল কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ প্রমূখ।