পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে শহিদ আফ্রিদির মুলতান সুলতান্সকে হারিয়ে ফাইনালে নাম লেখাল তামিম ইকবালের লাহোর কালান্দার্স। ম্যাচে ২৫ রানের জয় পায় লাহোর। তামিম ইকবাল ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন।
রবিবার করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে তামিমের দল লাহোরকে ব্যাট করার আমন্ত্রণ জানায় আফ্রিদির দল মুলতান। টস হেরে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে লাহোর। জবাবে ব্যাট করতে নেমে আফ্রিদির মুলতান ৫ বল হাতে রেখেই ১৫৭ রানে অলআউট হয়ে যায়। ফলে ২৫ রানের জয় নিয়ে পিএসএলের ফাইনালে উঠেছে তামিমের দল লাহোর।
গত ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে ১০ বলে ১৮ রানে ঝড়ের তীব্রতা বেশিক্ষণ রাখতে পারেননি তামিম। ২৪ ঘণ্টা ব্যবধানে দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে খেলতে নেমে তামিমের ব্যাটটা আরো চওড়া হয়েছে। ২০ বলে ৫ টি বাউন্ডারিতে করেছেন ৩০ রান। তবে জুনায়েদের বলে প্যাডেল পুল করতে যেয়ে পয়েন্টে ক্যাচ দিয়ে থেমেছেন তামিম। ওপেনিং পার্টনারশিপে ২৯ বলে ৪৬ রানের মধ্যে তামিমের অবদান ৩০!
তামিমের রাতে ফখর জামানের ৩৬ বলে ৪৬, সামিট প্যাটেলের ১৬ বলে ২৬, ডেভিড ওয়াইজের ২১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৮ রানের হার না মানা ইনিংসে নির্দিষ্ট ওভার শেষে লাহোরের সংগ্রহ দাঁড়ায় ১৮২।
১৮৩ রানের চ্যালেঞ্জে মুলতানের দলের ভেতর শুরুতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ওপেনার লিথ ২৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫০ রানে দলকে এগিয়ে দিলেও ডেভিড ওয়াইজ এবং হারিস রউফের বোলিংয়ে এলোমেলো হয়ে যায় মুলতান সুলতান্স। শেষ ৩০ বলে লাহোর কালান্দার্স যেখানে যোগ করেছে ৬৭ রান, সেখানে ৬৩ রান টার্গেট ছিল মুলতানের। তবে শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখেই ১৫৭ রানে অলআউট হয়ে যায় মুলতান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy