
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
বাঁশখালী প্রধান সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা! চট্টগ্রাম শহরের সাথে বাঁশখালীর যোগাযোগের একমাত্র বিকল্প রোড় দীর্ঘ ৬৫ কিলোমিটারের ব্যস্ততম বাঁশখালী পিএবি প্রধান সড়কের দুই পার্শ্বের ফুটপাত অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট ও কাঁচাবাজারের দখলে থাকায় নিত্য যানযটে পাশাপাশি নিত্যনৈমিত্ত প্রতিদিন হচ্ছে সড়ক দুর্ঘটনায় হারাচ্ছে অনেক তাজা প্রাণ।আজ ১৬ ফেব্রুয়ারী সকাল ৯ টায় তৈলারদ্বীপ সেতুর টোলপ্লাজার সামনে বাঁশখালী সুপার সার্ভিস বনাম স্পেশাল সার্ভিসের মুখোমুখি লড়াই! দুপুর হতেই ড্যাম্পার ট্রাকের লড়াই ছোট্ট মিনি সিএনজি’র সাথে। চেচুরিয় ইব্রাহিম চেয়ারম্যানের বাড়ির ঘাঁটায় ডেম্পার ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত হন শিক্ষক ও চালক সহ ৩ জন!
রাত পর্যন্ত অপেক্ষা করে দেখা যায় আরো কত সংঘর্ষের খবর আসে।কিছুদিন ধরেই বাঁশখালীর প্রধান সড়ক কেড়ে নিচ্ছে অসংখ্য তাজা প্রাণ। এরকম ভয়াবহ পরিস্থিতে কক্সবাজারের মহেশখালী – বদরখালী, পেকুয়া হতে লবণবাহী কয়েকটি কভারভ্যান কিছুদিন ধরে বাঁশখালীর প্রধান সড়ক দিয়ে প্রতিদিন সন্ধ্যার পর যাতায়াত করে চলেছে লবণবাহী কভারভ্যান, ঐসব গাড়ী থেকে লবণের পানি অপসারিত হয়ে রাস্তায় পিচ্ছিলতার সৃষ্টি করতেছে এবং পিচ্ছিলতার কারণে সন্ধ্যার পর গাড়ীতে যাতায়াত দুর্বিষহ হয়ে পড়েছে। ব্যস্ততম সড়কের পশ্চিম পাশ পিচ্ছিল হয়ে পড়ায় প্রতিদিন শত শত মোটরবাইক স্লিপ করে ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে আহত নিহত হয়েছে হচ্ছে এভাবে চলতে থাকলে আরো হবে এবং যাত্রীবাহী সিএনজি কার হাইয়েস সঠিক জায়গায় ব্রেক কষার পর ও গাড়ি না থেমে পিছলিয়ে অনিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে ফলে প্রতিদিন জীবনের তাগিদে ছুটে চলা মানুষদের প্রাণনাশের মতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। লবণবাহী কভারভ্যান প্রতিদিন বাঁশখালীর প্রধান ব্যস্ততম সড়ক দিয়ে লবণ নিয়ে যাতায়াত করতে থাকলে অসংখ্য সড়ক দুর্ঘটনা ঘটবে এবং প্রাণ হারাবে অসহায় সাধারণ মানুষ।
বাঁশখালী উপজেলা প্রশাসনের কাছে জনসাধারণের একটাই অনুরোধ উক্ত বিষয়টি তদারকি করে লবণবাহী কভারভ্যান গুলির যাতায়াত বাঁশখালী সড়ক হতে বন্ধ করে সাধারণ মানুষের জীবন বাঁচাতে মৃত্যুর মিছিল বন্ধ করার অনুরোধ জানাচ্ছে সচেতন নাগরিক সমাজ। সড়কের ফুটপাত দখল করে কাঁচাবাজার বসায় নিত্যদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারন জনগণ কে। বিশেষ করে গুনাগরী ,বৈলছড়ী কেবি বাজার শীলকূপ টাইমবাজার ও চাম্বল সহ পুরো প্রধান সড়কের ফুটপাত কাঁচাবাজারের দখলে থাকায় বাজার বারে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। এতে সড়ক পথেই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী সাধারণকে। যথা সময়ে সরকারী-বেসরকারী চাকুরীজীবিরা পৌঁছাতে পারছেনা তাদের কর্মস্থলে। এমনকি এ কারণে স্বচ্ছন্দে চলাচল করতে পারছেন না পথচারীরা। যান চলাচলে ঘটছে ব্যাঘাত, ঘন্টার পর ঘন্টা লেগে থাকছে জট।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply