প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৮:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২১, ৬:২৪ পি.এম
মেজবাহউদ্দিন নৌফেল এর নামে সুন্দরবন রেজিমেন্ট বিএনসিসি’র প্রশিক্ষণ মাঠ নামকরণ
জিয়াউল ইসলামবিভাগীয় ব্যুরোপ্রধান খুলনাঃ
বিএনসিসি ক্যাডেট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাডেট ল্যাঃ কর্পোরাল মেজবাহউদ্দিন নৌফেল এর নামে সুন্দরবন রেজিমেন্ট বিএনসিসি'র প্রশিক্ষণ মাঠ নামকরণ অনুষ্ঠান
গতকাল সোমবার ১টায় সুন্দরবন রেজিমেন্টে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ মাঠ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন বাংলাদেশ সরকার তথা জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০-২০২১সালকে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘোষণা করেন। বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ ই মার্চের ভাষণ শহীদ বিএনসিসি ক্যাপ্টেন ল্যাঃ কর্পোরাল মেজবাহ উদ্দিন নওফেল কে ভীষণভাবে প্রভাবিত করে এবং জাতির জনকের ডাকে সাড়া দিয়ে
একজন দ্বিতীয় সারির যোদ্ধা
হয়ে শহীদ বিএনসিসি ক্যাডেট ল্যাঃকর্পোরল মেজবাহ উদ্দিন নৌফেল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েনতার আত্মত্যাগ ভোলার নয় । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, এস পি, এনডিসি, ডিএসসি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। অন্যান্যদের মধ্যে আরোউপস্থিত ছিলেন বিএনসিসি ক্যাডেট লেফটেন্যান্ট কর্পোরাল মেজবাহউদ্দিন নওফেলের পরিবারের সদস্যবৃন্দ, লেফটেন্যান্ট কর্নেল হাসান মাহমুদ পিএসসি, অর্ডঃ, রেজিমেন্ট কমান্ডার, সুন্দরবন রেজিমেন্ট।মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঁইয়া, ফুলতলা উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস, খুলনা অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বৃন্দ এবং বিএনসিসি ক্যাডেট বৃন্দ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy