পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আবারো দলিত শিক্ষার্থীর উচ্চ শিক্ষা গ্রহণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
তিনি মঙ্গলবার সকালে মেডিকেলে ভর্তি ইচ্ছুক দলিত শিক্ষার্থী রাখেস দাশকে ব্যক্তিগতভাবে ৫ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়ে ঐতিহাসিক ৭ মার্চকে স্মরণীয় করে রাখেন ইউএনও মমতাজ বেগম। উল্লেখ্য, মেধাবী রাখেস উপজেলার পুরাইকাটী গ্রামের মানিক চন্দ্র দাশ ও গঙ্গা রানী দাশ এর ছেলে।
তার পিতা মানিক দাশ পেশায় একজন ভ্যান চালক। সে এবার রাড়–লী আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউট থেকে জিপিএ-৫ পেয়েছে। সে মেডিকেলে ভর্তি হতে চায়। কিন্তু অর্থাভাবে মেডিকেলে ভর্তি হওয়ার প্রস্তুতি নিতে পারছিল না। বিষয়টি ইউএনও মমতাজ বেগমকে অবহিত করলে তিনি তাৎক্ষনিকভাবে ব্যক্তিগতভাবে রাখেস এর পিতা-মাতাকে নগদ ৫ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেন।
এর আগেও আর্থিকভাবে সহযোগিতা করে একাধিক দলিত শিক্ষার্থীকে উচ্চ শিক্ষা গ্রহণে সুযোগ করে দিয়েছেন শিক্ষা বান্ধব উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
এভাবে দরিদ্র দলিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য ইউএনও মমতাজ বেগম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলিত সম্প্রদায়ের মানুষ।