রিয়াদুল মামুন সোহাগঃ
চট্টগ্রামের সন্দ্বীপে কোকাকোলা ও স্প্রাইট কোমল পানীয় মেয়াদোত্তীর্ন হয়ে যাওয়ার পরেও সিল মেরে নতুন তারিখ দিয়ে বাজারে বিক্রি করার অভিযোগ উঠেছে উক্ত কোম্পানির সন্দ্বীপ পরিবেশকের বিরুদ্ধে এই শিরোনামে অনলাইন জাগ্রত চট্টগ্রাম টিভিতে ভিডিও নিউজ হওয়ার পর আজ চৌমুহনী বাজারের সেই মেসার্স আই বি ট্রেডার্সে মোবাইল কোর্ট পরিচালনা করেন সন্দ্বীপ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন।
এই সময় আই বি ট্রেডার্সের মালিক মোহাম্মদ ইউচুপকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৫১ ধারায় বিশ হাজার টাকা জরিমানা এবং মূল্য তালিকা না থাকায়,রাস্তায় তেলের ড্রাম রেখে যান চলাচল বাধাগ্রস্ত করায় আকবর সওদাগরকে একই আইনের ৩৯ ধারায় দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এই সময় মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন সাব-ইন্সপেক্টর কামরুজ্জামানসহ সন্দ্বীপ থানা পুলিশ এর একটি চৌকস দল।
এই সময় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন ব্যবসায়ীদের নিয়ম মেনে এবং নিজেদের দোকানের সীমানা পর্যন্ত মালামাল রাখার আহবান জানান এবং সরকারি রাস্তায় মালামাল রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলেন।