প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২১, ১:১৮ এ.এম
মেয়াদ উত্তীর্ণ মাল দোকানে রাখার যমুনা জেনারেল স্টোর এন্ড রাইচ এজেন্সীকে ১ লাখ টাকা জরিমানা
রাশিদ আহমেদ গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ঈদকে সামনে রেখে মেয়াদ উত্তীর্ণ খোলা সেমাই মজুদ করার ও মেয়াদ উত্তীর্ণ মাল দোকানে রাখার অপরাধে, যমুনা জেনারেল স্টোর এন্ড রাইচ এজেন্সীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩০ শে এপ্রিল) বিকাল ৬ টায় বাইমাইল কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব সাইডে নতুন আড়ৎ মার্কেটে দোকান মালিক মাসুদ রানাকে এ জরিমানা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ মালামাল ও সেমাই ধ্বংস করে দেন ভ্রাম্যমাণ আদালত।
জনসাধারণকে সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে আহবান করা হয়। বিপনী বিতানগুলোতে সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণে সতর্ক করেন, অপ্রয়োজনীয় আড্ডা পরিহার করার জন্য বলা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্যেট মাসুদুর রহমান। এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)কোনাবাড়ী থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy