লা লিগার শেষ ছয় ম্যাচের মধ্যে এই নিয়ে তৃতীয় বার প্রতিপক্ষকে হারাতে পারল না বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে ম্যাচের ১৫ মিনিটেই হোসে আমাজের গোলে পিছিয়ে যায় বার্সেলোনা। ৬২ মিনিটে মেসি সমতা ফেরালেও অতিরিক্ত সময়ে রবার্তো তোরেসের গোলে হার নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা। এই ম্যাচে শেষ ১৩ মিনিট দশজনকে নিয়ে খেলেছে অতথিরা। তারপরও এমন হার মানতে পারছেন না মেসি।
এদিকে একইদিনে জিতে এবারের শিরোপা নিশ্চিত করেছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। ফলে বার্সার সামনে এখন শুধু চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুযোগ আছে। তবে সেই পথও বার্সেলোনার জন্য অনেক কঠিন। শেষ ষোলোর ম্যাচে আগামী মাসে নাপোলির বিপক্ষে খেলতে নামবে বার্সা। দলের অবস্থা এমন থাকলে সেই ম্যাচও হারতে হতে পারে বলে সতর্ক করেছেন বার্সা অধিনায়ক।
এ নিয়ে মেসি বলেন, দলের অবস্থা এমন যে চেষ্টা করেও জেতা যায়নি। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। এছাড়া প্রথমার্ধে ওরা আমাদের চেয়ে ভাল খেলেছে। এভাবে খেলতে থাকলে চ্যাম্পিয়ন্স লিগ জেতা খুব কঠিন। এমনকি নাপোলির বিরুদ্ধেও আমরা হেরে যাব।
হতাশ মেসি সোজাসুজিই বলেছেন, আমরা এভাবে মৌসুম শেষ করতে চাইনি। তবে সত্য বলতে আমরা আগাগোড়া এমনই আগোছালো খেলেছি। খুব দুর্বল পারফরম্যান্স করেছি আমরা। অনেক পয়েন্ট নষ্ট করেছি। সেগুলোর প্রতিফলনেই এই হার। আমাদের নিজেদেরকেই সমালোচনার দৃষ্টিতে দেখতে হবে।
কাতালান অধিনায়ক যোগ করেন, আমরা বার্সা। আমাদের সবকিছুই জিততে হবে। মাদ্রিদের দিকে তাকালে চলবে না। ওরা নিজেদের কাজটা করেছে ঠিকই, কিন্তু আমরাও ওদের অনেক সাহায্য করেছি। এবার সামনে চ্যাম্পিয়ন্স লিগ যা জিততে হলে আমাদের অনেক বদলাতে হবে। যদি এভাবেই খেলতে থাকি, তবে নাপোলির বিরুদ্ধেও হারতে হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy