প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ১১:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২১, ৩:০৪ পি.এম
মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষুধ বিক্রির দায়ে তিন ফার্মেসীর মালিককে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষুধ বিক্রির দায়ে তিন ফার্মেসীর মালিককে জরিমানা
কাইয়ুম মাহমুদ
Facebook Twitter share
সিরাজগঞ্জের সলঙ্গায় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষুধ বিক্রি ও মজুদের দায়ে তিনটি ফার্মেসীর মালিককে ৯ হাজার টাকা জরিমানা এবং একটি খাবার হোটেলের পরিবেশ অপরিচ্ছন্ন থাকায় হোটেল মালিককে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
Surjodoy.com
রবিবার বিকেল ৫টায় সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পৃথক অভিযান চালিয়ে খাবার হোটেল ও ফার্মেসী মালিককে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দ্য গুহ ও মঈন উদ্দিন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মঈন উদ্দিন জানান, হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পৃথক অভিযান চালিয়ে মুক্তা খাবার হোটেলের পরিবেশ অপরিচ্ছন্ন থাকায় মালিককে ৪ হাজার, রাকিব মেডিকেল হল,
The Daily surjodoy
মহসিন মেডিকেল হল ও ভাই ভাই মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষুধ বিক্রি ও মজুদের দায়ে ফার্মেসী তিনটির মালিককে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ঔষুধ প্রশাসনের সহকারি পরিচালক আহসান হাবিব উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy