রানা, পটুয়াখালী ঃঃ
আজ মহান মে দিবস-২০২১; বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ‘মালিক-শ্রমিক নির্বিশেষ মুজিব বর্ষে গড়ব দেশ’ প্রতিপাদ্যে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী কানিজ সুলতানা, মাননীয় সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন-২৯। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মােহাম্মদ শহীদুল্লাহ পিপিএম, পুলিশ সুপার, পটুয়াখালী; বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব কাজী আলমগীর, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; বীর মুক্তিযোদ্ধা জনাব ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; জনাব মহিউদ্দিন আহম্মেদ, মেয়র, পটুয়াখালী পৌরসভা; জনাব এ্যাড. মোঃ গােলাম সরােয়ার, চেয়ারম্যান, পটুয়াখালী সদর উপজেলা পরিষদ; জনাব লতিফা জান্নাতী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পটুয়াখালী সদর; শ্রমজীবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক, পটুয়াখালী।
সভায় বক্তাগণ মহান মে দিবসের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও শ্রমিকদের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।