আমান উল্লাহ প্রতিবেদকঃ
বগুড়ার কাহালুতে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আজমল হোসেন (২৬) ও শাহিনুর রহমান (২৮) নামে দুজন নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কাহালু থানার শেখাহারে দুর্ঘটনা ঘটে বলে জানান কাহালু থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন।
নিহতরা হচ্ছেন- কাহালু থানার পিলকুঞ্জ তিনদিঘী গ্রামের ধলু প্রাং এর ছেলে আজমল হোসেন (২৬) ও বগুড়া সদরের ঘোড়াধাপ গ্রামের মকবুল হোসেনের ছেলে শাহিনুর রহমান (২৮)।
জানা গেছে, আজমল ও শাহিনুর একে অপরের বন্ধু।
আজমল মোটরসাইকেল মেরামতের কাজের পাশাপাশি পুরাতন মোটরসাইকেল বেচাকেনার কাজ করেন। শুক্রবার বিকেলে পুরাতন মোটরসাইকেল কেনার জন্য দুই বন্ধু দুপচাঁচিয়া যাচ্ছিলেন। পথে শেখাহার করিম পেট্রল পাম্পের সামনে নওগাঁ থেকে বগুড়াগামী বিআরটিসি'র একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলসহ দুজন বাসের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলে চালক আজমল মারা যান। গুরুতর আহত অবস্থায় শাহীনুরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy