শহিদুল ইসলাম সোহেল নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলে শুক্রবার সন্ধ্যায় ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় বাবা ও ছেলে আহত হয়েছেন।
সদর উপজেলার হাতিলা এলাকায় ঘটনাটি ঘটে। হতাহতদের মধ্যে তাৎক্ষণিক তিনজনের নাম জানা গেছে। তারা হলেন মা সারা মনি ও বাবা আজগর আলী ও ছেলে আব্দুল্লাহ। হতাহতরা টাঙ্গাইলের বাসাইল উপজেলার সোনালিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা জেলার বাসাইল উপজেলার সোনালিয়া থেকে মোটরসাইকেলে টাঙ্গাইলের কোদালিয়া যাচ্ছিলেন। কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রেনটি সদর উপজেলার হাতিলা এলাকায় পৌঁছালে লেভেলক্রসিং পার হওয়ার ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে ট্রেনে কাটা পড়ে নিহত হন। স্থানীয়রা আহত অবস্থায় আজগর আলী ও আব্দুল্লাহকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় উন্নত চিকিৎসার জন্য আজগর আলীকে ঢাকায় পাঠানো করা হয়।
এ বিষয়ে টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশন মাস্টার মো. সোহেল খান বলেন, ঘটনাটি আমরা শুনেছি, তবে পুলিশ পৌঁছানোর আগে স্বজনরা লাশ বাড়ি নিয়ে গেছে।