প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৫:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২১, ৫:৫৩ পি.এম
মোবাইল ও টাকা চুরি করে ধরা পড়লো ১৬ মামলার আসামি
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম পৌর শহরে এক শীর্ষ তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। কুড়িগ্রাম শহরের এক নারীর মোবাইল ফোন এবং নগদ টাকা চুরি করার পর তিনি পুলিশের হাতে ধরা পরেছে।
আটককৃত চোর ও মাদক ব্যবসায়ী আসিফ ইকবাল ওরফে শামীম(৩৫) কুড়িগ্রাম পৌর শহরের রৌমারী পাড়ার সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর কুড়িগ্রাম সদরের কৃষ্ণপুর এলাকার রৌমারী পাড়ার বাসীন্দা আরফিন নাহার আশার দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা চুরি হয়। চুরির রহস্য উদঘাটন করতেই ধরা পরে শামীম। পুলিশ আরও জানায়, আসামির নিকট থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়। কুখ্যাত চোর আসিফ ইকবাল শামীম শীর্ষ তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী। আসামির বিরুদ্ধে চুরির চারটি মামলা সহ মাদকের নয়টি মামলা ও অন্যান্য ধারার তিনটি মামলা সহ সর্বমোট ১৬ টি মামলা রয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খান মো. শাহরিয়ার জানান, আসামির বিরুদ্ধে মামলা দায়ের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy