নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর মোহনপুরে ব্র্যাক সীড এ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ আলুর মাঠ দিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারী সোমবার বিকালে ধুরইল পূর্বপাড়া মাঠে ব্র্যাক সিড এ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষক বাবুলের আলুর ক্ষেত পরিদর্শন শেষে কর্মকর্তা ও কৃষকদের সাথে সহকারী অধ্যাপক তৈয়ব আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ব্র্যাক সিড এ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ ডেপুটি জেনারেল ম্যানেজার মনির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক সিড এ্যান্ড এ্যাগ্রো এন্টারপ্রাইজের আরএসএম মোঃ আরিফুল ইসলাম, পিডিএস মোঃ জাকারিয়া সিদ্দিকী, টিএসও সবুজ উদ্দিন,
ব্র্যাক সীড ডিলার মোর্তজা সোনার, আকতার হোসেন, কারী মোঃ রাশেদুল ইসলাম, ইউপি সদস্য আলমগীর হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক সিড এ্যান্ড এগ্রো ডিলার মেসার্স সততা বীজ ভান্ডার মোর্তজা সোনার। যিনি সারা দেশে আলু বীজ বিক্রয়ে টানা পঞ্চমবারের প্রথম হয়েছেন।
মতবিনিময় অনুষ্ঠানে কৃষকরা আলুর বীজ নিয়ে তাদের বক্তব্যে বলেন, ব্র্যাক সিড আলু বীজ অত্যন্ত উন্নতমানের। এ আলু বীজ বপন করে অধিক ফলন ও উৎপাদন হওয়ায় অত্র এলাকায় এ বীজ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। অন্যান্য বীজের তুলনায় ব্র্যাক সিড’এর বীজ রোপন করে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতি সচল রাখছেন।
সততা বীজ ভান্ডার প্রোপাইটর মোর্তজা সোনার এর আয়োজনে টিএসও আমিনুল ইসলামের পরিচালনায় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক আলুবীজ প্রেমী আদর্শ কৃষক মো. বাবুল হোসেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy