নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান সংলগ্ন একতা হাউজিং এলাকায় একজনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। তার বাসা আদাবর থানার শেখেরটেক এলাকার ৮ নম্বরে।
শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে একতা হাউজিং এলাকার ৮ নম্বর রোডে এই ঘটনা ঘটে। নিহতের নাম শিরু (৪৫)।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত শিরু পেশায় একজন নির্মাণসামগ্রী সাপ্লায়ার। তিনি বিভিন্ন নির্মাণাধীন ভবনে ইট, বালু, রড সরবরাহ করতো। পরিবার নিয়ে শেখেরটেক এলাকায় থাকতো।
নিহতের ছেলে মো. মামুন বলেন, আমার বাবা কাজ শেষে বাসায় ফিরেছেন। তিনি বাসায় যাওয়ার সময় তার সঙ্গে আমার শেষ বার কথা হয়। এর কিছু সময় পরে একজন আমাকে ফোন দিয়ে জানালো আমার বাবাকে কারা যেন কুপিয়েছে। কিন্তু আমরা ঘটনাস্থলে এসে দেখি তার গলাকাটা অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। তার সঙ্গে কারো শত্রুতা আছে বলে আমার জানা নেই।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বলেন, একতা হাউজিং এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে হত্যার কারণ এখনই বলা যাচ্ছে না। পুলিশ কাজ করছে। লাশ এখনও ঘটনা স্থলেই আছে। সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। এই ঘটনায় এখনও কেউ আটক করা যায়নি, অভিযান চলছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy