মৌলভীবাজারে করোনা নতুন আক্রান্ত ১৮৮, জেলায় মোট আক্রান্ত ৬ হাজার ৪৪৩ জন
মৌলভীবাজার জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন নতুন করে ১৮৮ জন।
রোববার (৮ আগস্ট) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ৫৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৯২ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৬ হাজার ৪৪৩ জন। ২৪ ঘণ্টায় জেলায় ১৪৯ জন সুস্থ হয়েছে।
নতুন শনাক্ত ১৮৮ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৬২ জন, জুড়ীর ১০ জন, শ্রীমঙ্গলের ২৫ জন, কমলগঞ্জের ১৪ জন, বড়লেখার ৪০ জন, কুলাউড়ায় ৩৪ জন, রাজনগরের ৩ জন। এ নিয়ে জেলায় ৬ হাজার ৪৪৩ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪৯ জন। এর মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৩২ জন, জুড়ীর ৪১ জন, শ্রীমঙ্গলের ১৯ জন, বড়লেখার ৩ জন, কুলাউড়ায় ৫৪ জন। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৪ হাজার ২৪৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে সরকারি হিসেবে মোট ৬৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy