প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ৪:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২১, ৭:৫৭ পি.এম
মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী পালিত
মোফাদ আহমেদ,মৌলভীবাজারঃ
মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
গতকার বুধবার ১৭ মার্চ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদানের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানান, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধিগণ।
এ উপলক্ষে স্থানীয় বঙ্গবন্ধু প্রতিকৃতি প্রাঙ্গন থেকে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের পশ্চিমবাজার মোড়ে জাতির জনকের ১০১তম জন্মবার্ষিকীর কেক কাটা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy