জুয়েল খাঁন,সিলেট জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখায় বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে করা মামলায় আব্দুর রব ওরফে রবু (৪২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আব্দুর রব ওরফে রবুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের দক্ষিণ মাইজগ্রামের জরি মিয়ার ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণী প্রতেবেশী আব্দুর রব ওরফে রবুর বাড়িতে যান। সেখান থেকে ফেরার পথে আব্দুর রব তাকে ডেকে তার ঘরে নেন। একপর্যায়ে আব্দুর রব তরুণীকে ধর্ষণ করেন। পরে ওই তরুণী বাড়িতে ফিরে বিষয়টি তার স্বজনদের জানান।
স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
এ ঘটনায় তরুণীর বড় ভাই মঙ্গলবার দুপুরে থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথের নেতৃত্বে এসআই সুব্রত কুমার দাসসহ একদল পুলিশ অভিযান চালিয়ে আসামি আব্দুর রব ওরফে রবুকে গ্রেপ্তার করে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বুধবার দুপুরে বলেন, বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার ভাই থানায় মামলা করেছেন।
মামলার পর পুলিশ আসামি আব্দুর রব ওরফে রবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আজ (বুধবার) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy