মোফাদ আহমেদ,মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরের বড়চেগ এলাকায় গ্যাস ফিলিং স্টেশনে গ্যাস নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত হয়েছে।
এই ঘটনায় শক্রবার সকাল সাড়ে ১০ টা থেকে প্রায় দেড় ঘন্টা সড়ক অবরোধ করে রাখে অটোরিকশা চালকরা।
নিহত অটোরিকশা চালক আব্দুল জলিল (৩০)। তার বাড়ি পার্শবর্তী আলীনগর বস্তি এলাকায়।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গ্যাস ফিলিং নিয়ে একটি প্রাইভেট গাড়ির চালকের সাথে নিহত জলিলের কথাকাটাকাটি হয়। এর জের ধরে সংর্ঘষ শুরু হলে জলিলকে ছুরিকাঘাত করা হয়। এ সময় আহত হয়েছেন আরও এক মাইক্রোবাস চালক। আহতদের উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সিএসজি চালক জলিলকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে মধ্যরাতে তার মৃত্যু হয়।
তার মৃত্যুর খবরে এলাকাবাসী ও অটোরিকশা চালকরা শমসেরনগর-কমলগঞ্জ সড়ক থেকে অবরোধ করে। পরে পুলিশ প্রশাসন আসামী গ্রেপ্তারের আশ্বাস দিলে দূপুর ১২ টায় তোলে নেয়।
কমলগঞ্জ থানার ওসি তদন্ত সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy