মোফাদ আহমেদঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ এলাকায় গণধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে প্রধান আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শমসেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মোশাররফ হোসেন জানান, মোবাইলে দেওরাছড়া চা বাগান এলাকার একটি ছেলের সাথে প্রেম করে সেখানে দেখা করতে গেলে অভিযুক্ত ছেলে জুবেল মিয়া(২২) ও তার বন্ধুরা মিলে রাতভর ধর্ষণ করে বলে জানায় কিশোরী(১৬)মেয়ের বাবা।
২১ (মার্চ) রাতে এ ঘটনাটি ঘটে।
এবিষয়ে মেয়ের বাবা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে মঙ্গলবার দুপুরে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দেওরাছড়া চা বাগানের জব্বার মিয়া ওরফে খালেকের ছেলে(২২), দেওরাছড়া চা বাগানের আলীনগর টিলার মায়া রিকমনের ছেলে বকুল রিকমন(২০) ও একই এলাকার অমূল্য রিকমনের ছেলে শিপন রিকমন(২০) কে গ্রেফতার করে।
মামলা নাম্বার ১৫, তারিখ ২৩ মার্চ ২০২১। এবিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) সোহেল রানা জানান, এবিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে ও বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আব্যাহত রয়েছে। মেয়েটি মৌলভীবাজার সদর হাসপাতালে ভত্তি রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy