মোফাদ আহমেদ,মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের জুড়ীতে ট্রাকের সাথে সংঘর্ষে শওকত আজিজ (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার ১০ এপ্রিল সকালে কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের জুড়ীর ভুঁয়াই এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জুড়ী থানা পুলিশ জানায়, রাজনগর উপজেলার ইটা চা বাগানের বাসিন্দা আহসান আলীর পুত্র শওকত আজিজ। সকালে জুড়ীর উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে মোটরসাইকেলযোগে রওয়ানা দেন।
জুড়ীর জায়ফরনগর ইউনিয়নের ভুঁয়াই বাজার এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাকের সাথে তাঁর মোটরসাইকেলটির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই শওকত মারা যান।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্ত্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে শওকতের লাশ পরিবারের কাছে তার মৃতদেহ হস্তান্তর করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy