মোফাদ আহমেদ,মৌলভীবাজারঃ
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) সিভিল সার্জনের দেয়া প্রতিবেদন থেকে জানা গেছে, করোনা শনাক্তের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ টি। যার মধ্যে পজিটিভ আসে ১৪ জনের। শনাক্তের হার ৩০ শতাংশ।
নতুন শনাক্ত ১৪ জনের মধ্যে রাজনগরে ১ জন, কুলাউড়ায় ১ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ১ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৮ জন রয়েছেন। এর ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ২২২ জন।
জেলায় এখন পর্যন্ত করোনাকে জয় করেছনে ২ হাজার ২৭ জন।মৌলভীবাজারে এখন পর্যন্ত ২৬ জনের প্রাণহানি ঘটেছে।
যার মধ্যে সদর হাসপাতালের ১৩ জন, শ্রীমঙ্গলের ৫ জন, রাজনগরে ২ জন, কমলগঞ্জের ২ জন, জুড়ীতে ২ জন, কুলাউড়ায় ১ জন এবং বড়লেখায় ১ জন মারা গেছেন।
বর্তমানে জেলায় সক্রিয় করোনা রোগী রয়েছেন ১৬৯ জন। যার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনজন।
Leave a Reply