মোফাদ আহমেদ,মৌলভীবাজারঃ
সিলেট বিভাগের তিনটি জেলার মিলনস্থল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার থেকে ১কেজি গাঁজাসহ সুনামগঞ্জের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ৷
বুধবার (১০ মার্চ) রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ি পুলিশের এসআই ইফতেখার ইসলাম ও এএসআই মোশাহিদ কামালসহ সঙ্গীয় পুলিশের একটিদল শেরপুর বাজার মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
অভিযানে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মৃত আঃ হাসিম এর ছেলে এমদাদুল ইসলাম (২৮) গ্রেফতার করা হয়।
এব্যাপারে- শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম দৈনিক সূর্যোদয়কে বলেন, এক মাদক বিক্রেতা গ্রেফতার ও তার দেহ তল্লাশি করে ১কেজি গাঁজা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
এবং বর্তমানে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন। তিনি আরও জানান- এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy