বিশেষ প্রতিনিধিঃ
সংসদ সদস্য ও সদর উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টির মীমাংসার কথা
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউপির অন্তর্ভুক্ত ব্রাহ্মণগ্রামের অর্ধশত বছরের একটি পুরোনো রাস্তা স্থানীয় এক প্রভাবশালী কর্তৃক জোড় পূর্বক দখলের চেষ্টার খবর পাওয়া গিয়েছে। এনিয়ে সামাজি যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ বিভিন্ন মাধ্যমে ঐ প্রবাসীর বিরুদ্ধে নিন্দার ঝড় ও উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (১১ এপ্রিল) আফরোজগঞ্জ বাজারে অবস্থানরত ইংল্যান্ড প্রবাসী ওয়াহিদ মিয়া (৬০) দীর্ঘ ২২ বছর মামলা শেষে উনার ৩৬ শতক জায়গা পাঁচ বছর আগে প্রশাসনের মাধ্যমে গেল বছর বুঝিয়া পান। এতে এ বছরে ঐ প্রবাসী তার জায়গার উপরে পাঁচতলা ভবন নির্মানেরর জন্য বিলবোর্ড ও বালু ভরাটের কাজ শুরু করেন।
সেই সুযোগে তিনি ১১ এপ্রিল রাতের আধারে ভাড়াটি গুন্ডা বাহিনী দ্বারা ড্রেজার মেশিন দিয়ে গ্রামবাসীর রাস্তা দখলের পায়তারা করলে গ্রামবাসী কর্তৃক বাঁধা প্রদান করা হয়।
স্থানীয়রা আরও জানান, লন্ডন প্রবাসী ঐ ব্যক্তি পাঁচ বছর পূর্বে মৌলভীবাজার প্রশাসনের মাধ্যমে তার নির্দিষ্ট জায়গা বুঝে পেয়েছেন। তখন আমরা গ্রামবাসীও এতে সহায়তা প্রদান করেছি। জায়গা বুঝে পাবার সময় মৌলভীবাজার প্রশাসন রাস্তার সীমানা শেষে লাল ঝান্ডা দিয়ে উনার সীমানা নির্ধারণ করে দেয়। কিন্তু এখন তিনি অবৈধ ও বেপরোয়া ভাবে রাতের আধাঁরে রাস্তা খনন করে দখলের চেষ্টা করেন।
বিষয়টি নিয়ে মৌলভীবাজার-৩ আসনের স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে প্রশাসন পাঠিয়ে কাজ বন্ধ রাখার কথা বলেন।
এনিয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন আপাতত কাজ বন্ধ রয়েছে। সংসদ সদস্য ও সদর উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টির মীমাংসার কথা রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy