দিলনাজ খালেক, চট্টগ্রাম
দেশের বর্তমান বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে কীর্তনীয়া হিসেবে সুপরিচিত নাম জুসি বড়ুয়া। চট্টগ্রামের বোয়ালখালীর কধুরখীলে জন্মজাত এই শিল্পী মাত্র ৯ বছর বয়সে স্থানীয় মিঠু চৌধুরীর কাছে সর্বপ্রথম গানের তালিম নেওয়া শুরু করেন। এরপর প্রায় ৪ বছর ওস্তাদ মিহির লালার কাছে উচ্চাঙ্গ সংগীতের তালিম নেন। তবে নবম শ্রেনীতে অধ্যয়নরত অবস্থায় মঞ্চে গান গাওয়া শুরু।
বিভিন্ন মঞ্চের পাশাপাশি জুসি বড়ুয়াকে গ্রামের কঠিন চীবর দান অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতো, বিশেষ করে অনেক শিল্পীর মাঝে সবসময় দর্শকদের চাহিদা থাকতো প্রথমে ধর্মীয় গান দিয়ে শুরু করতে হবে। তাই তার ধর্মীয় গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হতো। এভাবে অনেক কঠিন চীবর দান অনুষ্ঠানে ধর্মীয় গান গাইতে গাইতে তিনি বৌদ্ধ ধর্মীয় গান শেখার প্রতি মনোনিবেশ করেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনুষ্ঠানে যখন মাত্র ২ থেকে ৩টি ধর্মীয় গান গাইতাম এতেই সবাই খুশি হতেন। তখন অন্য কোন গান আর গাইতে হতো না। এতে করে আমার উৎসাহ আরো বেড়ে যায় এবং গানের পরিধি বাড়তে থাকে। পরবর্তীতে কোন কোন অনুষ্ঠানে ৫ থেকে ৬টি ধর্মীয় গানও গাইতাম ‘এভাবে জুসি বড়ুয়ার ধর্মীয় চিন্তা -চেতনা ক্রমশ বাড়তে থাকে। এক সময় বিভিন্ন গ্রামের কীর্তনীয়ারা প্রশংসা করে ধর্মীয় গান তথা কীর্তন চর্চার প্রতি উৎসাহিত করেন। অতঃপর চেষ্টা চালালেন বুদ্ধ কীর্তন সংগ্রহ করার জন্য। নিজের সেই কীর্তন সংগ্রহ ও গাওয়ার প্রতি প্রবল আগ্রহের জন্যই আজ বহু বুদ্ধ কীর্তন তিনি সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy