ডেস্ক : শুরুতে এগিয়ে গেলেও একের পর এক সুযোগ নষ্ট করায় ব্যবধান ধরে রাখতে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম দলটিকে হারিয়ে ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত করেছে সেভিয়া।
জার্মানির কোলোনে রোববার রাতে সেমি-ফাইনালে ম্যানইউকে ২-১ গোলে হারায় স্প্যানিশ ক্লাবটি। ব্রুনো ফের্নান্দেস ইউনাইটেডকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন সুসো। শেষ দিকে সেভিয়ার হয়ে জয়সূচক গোল করেন লুক ডি ইয়ং।
ম্যাচের দশম মিনিটে ব্রুনোর স্পট কিকে এগিয়ে যায় ম্যানইউ। ডি-বক্সে মার্কাস র্যাশফোর্ড ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
প্রথমার্ধেই গোলটি শোধ করে সেভিয়া। সতীর্থ সের্গিও রেগুইলিওনের ক্রসে ডি-বক্সে থেকে বাঁ পায়ের শটে ডান দিক দিয়ে জালে বল জড়ান স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার সুসো।
বিরতির আগে র্যাশফোর্ড ও ফের্নান্দেসের দুটি প্রচেষ্টা রুখে দেন সেভিয়ার গোলরক্ষক ইয়াসিন বুনো। দ্বিতীয়ার্ধের প্রথম দশ মিনিটে আরও অন্তত দুটি দারুণ সেভ করেন তিনি।
৭৮ মিনিটে অনেকটা খেলার ধারার বিপরীতেই গোল খেয়ে বসে ইউনাইটেড। ডান দিক থেকে হেসুস নাভাসের ভেসে আসা ক্রসটা তাকিয়ে তাকিয়ে দেখছিলেন ইউনাইটেড ডিফেন্ডাররা। ফাঁকায় পেয়ে জালে জড়িয়ে দেন লুক ডি ইয়ং।
রেকর্ড ষষ্ঠবারের মতো ইউরোপীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার ফাইনালে উঠল সেভিয়া। আগের পাঁচবারই ফাইনালে উঠে শিরোপা জিতেছিল তারা; লক্ষ্য এবার ছয়ে ছয়।