কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে দু'দলের ফুটবলাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করছেন। অথচ একজন ফুটবলার লাইনের মাঝে পিছন দিকে মুখ করে বসে রয়েছেন। ঠিক এমনটাই ঘটল স্পেনের তৃতীয় ডিভিশন মহিলা ফুটবল লিগে।
ইন্টার রিয়াসের অখ্যাত ফুটবলার পাওলো দাপিনা বলেন, মহিলাদের প্রতি ম্যারাডোনা কখনই শ্রদ্ধাশীল ছিলেন না। তার দাবি, ম্যারাডোনার হাতে বহু মেয়ে হেনস্থার শিকার হয়েছেন। ম্যারাডোনাকে ধর্ষক বলতেও পিছপা হননি তিনি।
লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো মহাতারকারা যখন ম্যারাডোনার প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, তখন দাপিনার এমন আচরণ ভালোভাবে নেননি ম্যারাডোনার কিছু অনুরাগী। ঘটনার পর থেকে দাপিনা সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি পাচ্ছেন বলে দাবি করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy