হঠাৎ একদিনের মৎস্যজীবী হয়ে উঠলেন রাহুল গান্ধী। মাঝ সমুদ্রে গিয়ে শুনলেন তাঁদের জীবন-জীবিকার কথা। ভোটমুখী ভারতের কেরলে ভাদি সমুদ্রে মৎস্যজীবীদের জাল টেনে ধরলেন রাহুল।
মার্কিন সংস্থার সঙ্গে কেরল সরকার চুক্তিবদ্ধ। যার জন্য তাদের রুজিরোজগারে সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যার কথা রাজ্যের থাঙ্গাসারি এলাকায় তুলে ধরেন রাহুল গান্ধী।
তিনি বলেন, ‘আমি মৎস্যজীবীদের কাজ এবং পরিশ্রমকে শ্রদ্ধা করি।’
আর সেই শ্রদ্ধা দেখাতে ঝপাং করে মাঝসমুদ্রে ঝাঁপ দেন রাহুল গান্ধী। তিনি দেখতে চেয়েছিলেন, গভীর সমুদ্রে মাছ চাষ কতটা ঝুঁকিপূর্ণ!
নৌকায় চড়ে ভাদি সমুদ্রতট ঘুরে দেখেন রাহুল গান্ধী। ভারী জাল টেনে মাছ ধরার চেষ্টা করেন।
কীভাবে মৎস্যজীবীরা মাছ ধরার জন্য প্রস্তুতি নেন, কীভাবে মাঝ সমুদ্রে নৌকার হাল ধরে, জাল ফেলে জলে, খুঁটিনাটি কাছ থেকে দেখেছেন রাহুল গান্ধী।
সূত্র: জি নিউজ
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy