প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৫, ১০:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২০, ৯:৪২ পি.এম
ময়মনসিংহ,ইয়াবাসহ ব্যবসায়ী ডিবি’র জালে
![](https://i0.wp.com/surjodoy.com/wp-content/uploads/2020/12/1607614778683_received_788034065401471.jpeg?fit=540%2C498&ssl=1?v=1607614957)
ইসমাইল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ ওসি শাহ কামাল আকন্দ অফিসার ইনচার্জ গোয়েন্দা শাখা নির্দেশ এস,আই,আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা, মাদক উদ্ধার অভিযান করে গত ৮ ডিসেম্বর ২০২০ কোতোয়ালী থানাধীন গাঙ্গিনারপাড়থেকে ৬০পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী, ডিবির জালে-আঃ রাজ্জাক (৫৩), পিতা- মৃত সওদা মিয়া, মাতা- মৃত রাবিয়া বেগম, সাং পোড়াগর,থানা, শ্রী বর্দী জেলা শেরপুরের এ/পি সাং চরকালী বাড়ী মিল গেইট জনৈক মালেকের বাসার ভাড়াটিয়া,থানা-কোতোয়ালীজেলা-ময়মনসিংহ এবং মাহমুদুল হাসান ওরফে সোহাগ (৩৪) পিতা-গোলাম মোস্তফা,মাতা-মাহমুদা বেগম,এবং মোঃ আশরাফুল আলম ওরফে রিংকু (৩০),পিতা-মৃত নবী হোসেন, মাতা জাহানারা বেগম, উভয় সাং ভাটি বারেরা, থানা কোতোয়ালী, জেলা ময়মনসিংহ এস আই শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান করে ৮ ডিসেম্বর ২০২০ ফুলপুর থানাধীন পুটিয়া বাজার থেকে ধরা পড়েছে। ফুলপুর থানার মামলা নং-৩,তারিখ ২-২-২০২০ ইং ধারা-৪৫৭ ও ৩৮০ পেনাল কোড মামলা হয়েছে।আসামী ৪।সোহেল (৩০)পিতা-আলীহোসেন, মাতা-রোকেয়া সাং ধনারভিটা,থানা-ফুলপুর,জেলা-ময়মনসিংহ- এস আই (নিঃ)দেবাশীষ সাহা সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান করে শেরপুর জেলার নকলা থানাধীন ডাকাতিয়াকান্দা থেকে ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানার মামলা নং২৫, তারিখ-৭ ডিসেম্বর ২০২০ ইং, ধারা-৪১৩ পেনাল কোডের আসামী- ৫। মজনু (৩০), পিতা মৃত-ইয়াসিন, মাতা-সমলা বেগম,কালাম(৩০)পিতা মৃত-কহর আলী, মাতা-ছাহেরা বেগম, উভয় সাং-ডাকাতিয়াকান্দা-থানা: নকলা, জেলা-শেরপুর গ্রেপ্তার করে আসামী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy