ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নাজমা করোনা আক্রান্ত হলে ১৪ জুন এস কে হাসপাতাল ভর্তি হয়। নাজমা গত শুক্রবার সকাল বেলায় মারা যান । নাজমারপৈত্রিক ঠিকানা বৈলর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার মো.আলাউদ্দিন জানান যে নাজমার পিতা শুবা মিয়া-বাশকুরি গ্রামের নুরুরদোকানেরসঙ্গে মসজিদ এর পাশে মৈশাল বাড়ী । নাজমার একজন ছেলে ও এক মেয়ে রয়েছে । ছেলের বয়স৩ বছর ছেলেটি,ছেলের বাবার কাছে থাকেন- আর মেয়ের বয়স মাত্র ৩ মাস। করোনার কারণে নাজমার স্বামী এবং তার বাবা-মার সঙ্গে দূরত্ব হয় । সম্প্রতি সিজারিয়ান এর মধ্যে কন্যা সন্তানটি হয়। তারপর সেখান থেকে নাজমা ময়মনসিংহের এস কে হাসপাতালে চিকিৎসা নেন একা একা । নাজমা মৃত্যুর পর ৩ মাসের কন্যা সন্তানকে তার স্বামী নানা বাড়ী পাঠিয়ে দিয়েছেন বলে তথ্যে প্রকাশ । এ দিকে শুক্রবার দিন নাজমার মৃত্যু হয়ে বটে কিন্তু আজ শনিবার পযর্ন্ত ও,না স্বামী, না বাবার বাড়ী থেকে কেউ লাশ গ্রহণ বা নিতে আসেনি হাসপাতালে।
ময়মনসিংহ থেকে সিভিল সার্জন নাজমার স্বামী এবং তার বাবার সঙ্গে যোগাযোগ করলে তারা না কি লাশ গ্রহণ করতে রাজি না? তথ্য জানান নাজমার স্বামী নাম মো.বাদল মিয়া ঠিকানা: ফুলবাড়ীয়া উপজেলাধীন রাধাকানাই ইউনিয়নের টুক্কির পাড় গ্রাম।এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবার বর্গের লোক লাশ গ্রহনে অসম্মতি থাকার প্রেক্ষিতে ময়মনসিংহ সিভিল সার্জন অফিস মরহুমা নাজমার লাশ দাফনের ব্যবস্হা গ্রহন করবেন বলে জানান ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy