প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৫, ১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২০, ১০:৪৩ পি.এম
ময়মনসিংহের ফুলপুর সেনাবাহিনীর লেফটেন্যান্ট রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
![](https://i0.wp.com/surjodoy.com/wp-content/uploads/2020/12/1608655230401_FB_IMG_1608628696731.jpg?fit=719%2C540&ssl=1?v=1608655394)
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
২০ ডিসেম্বর ২০২০ বিকেল ৪ টা ৩৫ মিনিটের সময় সাভার ক্যান্টনমেন্ট ৭ ফিল্ড রেজিমেন্টআর্টিলারি প্রশিক্ষন এর সময় গ্রেনেড বিস্ফোরণে নিহত লেফটেন্যান্ট তৌফিক (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) গ্রেনেড বিষ্ফোরণে নিহত সেনাবাহিনীর অফিসার তৌফিকুর রহমান কে ২১ ডিসেম্বর সোমবার ময়মনসিংহের ফুলপুরের জারুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাজ সম্পন্ন হয়। ফুলপুর উপজেলার জারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আজাহারুল ইসলামের ছেলে তৌফিকুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরের লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন। ঢাকাস্থ সাভারে শীতকালীন মহরায় ২০ ডিসেম্বর রোজ রবিবার বিকেল সাড়ে ৪-৩৫ মি: দিকে এক সিপাহীর ফায়ারিং প্র্যাক্টিসে হঠাৎ গ্রেনেড বিষ্ফোরিত হয়ে তৌফিকুর রহমান মৃত্যুবরণ করেন এবং খবর জানার পর এলাকায় জুড়ে শোকের ছায়া নেমে আসে। সোমবার বিকেল সোয়া ৪ টার দিকে উনার লাশ নিয়ে সেনা বাহিনীর একটি হেলিকপ্টার পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নামে। পরে সেনাবাহিনীর গাড়ী যোগে লাশ জারুয়া গ্রামের বাড়িতে নেন। এ সময় পরিবার সহ শোকার্ত মানুষের কান্নায় বাতাস ভাড়ি হয়ে উঠছিল। জারুয়া স্কুল মাঠে ওনার নামাজ জানাজা অনুষ্ঠিত হয়। সেনা বাহিনীর পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান শেষে পাবিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করেন।জারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আজাহারুল ইসলামের ২ ছেলে, ও,২ মেয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড় । কুমিল্লা ক্যাডেট কলেজ হতে লেখাপড়া করে সাড়ে তিন বছর পূর্বে সেনাবাহিনীতে যোগদান করে।ওনার মৃত্যুতে এলাকা লোকজন ও তারা পরিবারবর্গের সদস্যরা শোকাহত- আমিন
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy