ইসমাইল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার গোয়েন্দা পুলিশ ডাকাতির সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার কৃত হচ্ছেন বগুড়ার ধনুটের রাব্বানী হোসেন (২৮), ঢাকা ধামরাইয়ের শহিদুল ইসলাম (২৮) সিরাজগঞ্জ সদরের মাসুদ রান (৩২), পাবনার আতাইকুলার সবুজ হোসেন (২২) ও টাঙ্গাইলে ঘাটাইলের হুমায়ুন কবির (৩৪)। তাদের কাছ থেকে ডাকাতি কাজ ব্যবহৃত ১টি ট্রাকও প্রাইভেটকার, ১টি তালা “কাটার মেশিন”৩টি চাকু, ৬ টকুরা রশি ১টি কেচি,২টি ত্রিপল উদ্ধার করেন। ডিবি ওসি শাহ কামাল আকন্দ জানান,গত ২৭ সেপ্টেম্বর’২০, ২২/২৩ জনের অজ্ঞাত ডাকাত দল মুক্তাগাছা আরব এগ্রো ফার্মে দারোয়ানদের হাত পা বেঁধে ১৬টি গরু ২০,০০,০০০।-(বিশ লক্ষ) টাকা মূল্যের ডাকাতি করে নিয়ে যান। উক্ত বিষয় মুক্তাগাছা থানা ডাকাতি মামলা হয়। মুক্তাগাছা থানা মামলা নং-২৫,বিগত ২৮ সেপ্টেম্বর ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড পুলিশ সুপার আহমার উজ্জামান মামলাটি গুরুত্ব দিয়ে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন। মামলাটি ডিবি কর্তৃক তদন্তকালে স্বল্প সময়ে একটানা অভিযান চালিয়ে ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেনও ঘটনা জড়িত ৫ জনকে গ্রেপ্তারকরা হয়েছে। ইতিমধ্যে ৩ জন আসামী বিজ্ঞ ২নং আমলী আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবান বন্দি প্রদান করেন । ১০ অক্টোবর ঢাকা,সাভারপাবনা ও সিরাজগঞ্জ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছেন বল তথ্যে প্রকাশ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy