ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চরবাহাদুরপুর গ্রামের গোরস্তান থেকে এক রাতেই ১০টি লাশ চুরি হয়েছে। সোমবার রাতে এ লাশ চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জানা যায়, চরবাহাদুরপুর গ্রামের ঈদগাহ মাঠসংলগ্ন গোরস্তানে লোকজন কবরের মাটি সরানো ও খুঁড়া অবস্থায় দেখতে পান। এতে সন্দেহ হওয়ায় সন্ধান করে ১০টি লাশ চুরির বিষয় নিশ্চিত হন।
এ ব্যাপারে রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন জানান, গোরস্তানটি নতুন করা হয়েছে। এ পর্যন্ত ১৫ জনের লাশ কবর দেওয়া হয়। এর মধ্যে ১০টি লাশের কংকাল চুরি হয়ে গেছে।
ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, সন্ধ্যায় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি অবহিত হয়েছি। কারা কেন চুরি করেছে বুঝতে পারছি না। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply