ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে ১২জনকে গ্রেফতার করেছে। এ সময় ১২ গ্রাম হেরোইন ও এক লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত ২৪ ঘন্টায় এই অভিযানে চার মাদক ব্যবসায়ীসহ ১২জনকে গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসায়ীরা হলো, আরিফ ওরফে সাগর, মোঃ হানিফ, মোঃ রাজু ’দেরকে ও মোরশেদ আলী। তাদেও কাছ থেকে ১২ গ্রাম হেরোইন ও ১ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া সিআর (সাজাপ্রাপ্ত) গ্রেফতারী পরোয়ানায় ৩ জন, সিআর গ্রেফতারী পরোয়ানায় ২ জন ও জিআর গ্রেফতারী পরোয়ানামুলে আরো দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরো জানান এই অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy