রোববার রাতে ওই উপজেলার মুসুল্লি ইউপির ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই উপজেলার উল্লাপাড়ার হানিফ ও আরিফ।
স্থানীয়রা জানায়, ময়মনসিংহ থেকে আসা গরুবোঝাই একটি ট্রাক বিপরীতমুখী সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
নান্দাইল হাইওয়ে থানার ওসি জিয়াউল হক জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy