প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১০:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২১, ৩:২৪ এ.এম
ময়মনসিংহে জাতীয় শ্রমিকলীগের ৫২তম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপিত
নিজস্ব প্রতিবেদকঃ
সারাদেশের ন্যায় ময়মনসিংহেও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । শ্রমজীবী মানুষের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠাসহ তাদের সামাজিক,রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ১৯৬৯ সালের আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সীমিত পরিসরে দিনটি পালিত হয়।
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সংগঠনের উদ্যোগে ময়মনসিংহ জেলা শ্রমিকলীগের উদ্যোগে ১২ অক্টোব বিকাল ৩টায় ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বরে জমায়েত হয়ে বর্ণাঢ্য র্যালী নগরীর স্টেশনরোড,গাঙ্গীনারপাড়, নতুনবাজার,জিলাস্কুল মোড, টাউনহল মোড় হয়ে শহীদমিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
জানা গেছে,ময়মনসিংহ জেলা শ্রমিকলীগের আহবায়ক রাকিবুল ইসলাম শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। অনুষ্ঠান উদ্ভোদন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো ইকরামুল হক টিটু। করোনাকালীন পরিস্থিতির কারনে ব্যাপক প্রচার প্রচারনার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা সম্বব হয়নি। তবে শ্রমিকলীগের নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনার কারনে জেলা শ্রমিকলীগ নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিটের শ্রমিক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বর্নাঢ্য র্যালী উদ্ধোধন করেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনপ্রিয় মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সম্মানিত সহসভাপতি ইকরামুল হক টিটু।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy